রেল চলাচল নিবিঘ্ন করতে বগুড়ায় রেলওয়ে স্টেশন রোড থেকে করতোয়া ব্রিজ পর্যন্ত সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সোমবার দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই অভিযান চালায় রেলওয়ে কর্তৃপক্ষ।রাজশাহী বিভাগীয় পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান ভূ-সম্পদ কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ড. আব্দুল মান্নানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।এসময় বগুড়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. শামসুজ্জোহা, বিভাগীয় স্টেট কর্মকর্তা রেজোয়ানুল হক, কোর্ট ইন্সপেক্টর শফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।রেলওয়ে বগুড়ার স্টেশন মাস্টার মো. বেনজারুল ইসলাম বলেন, রেল লাইনের আশপাশের জায়গা দখল করে প্রচুর অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে। এসব স্থাপনার কারণে রেল চলাচলে সমস্যা হয়। তাই রেল চলাচল নির্বিঘ্ন রাখতে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।অভিযানে জিআরপি পুলিশের পাশাপাশি বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অংশ নেন। এসময় পাঁচ শতাধিক স্থাপনা ভেঙে ফেলা হয়।এআরএ/এবিএস