রাঙামাটিতে দুইটি গুলিভর্তি ম্যাগাজিনসহ একটি অত্যাধুনিক চাইনিজ এসএমজি উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাতে জেলার কাউখালী উপজেলার ঘাগড়ার গহিন অরণ্যে গড়ে তোলা সশস্ত্র সন্ত্রাসীদের একটি গোপন আস্তানায় অভিযান চালিয়ে এ ভারি আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়। নিরাপত্তা বাহিনী সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।সোমবার বিকালে নিরাপত্তা বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানায়, কাউখালীর ঘাগড়া-বড়ইছড়ি সড়ক সংলগ্ন একটি অরণ্য এলাকায় আস্তানা গাড়ে সশস্ত্র সন্ত্রাসীদের একটি গ্রুপ। সেখান থেকে দেশের বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর কাছে অস্ত্র পাচার করা হয় বলেও তথ্য পায় নিরাপত্তা বাহিনী।এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে সন্ত্রাসীদের আস্তানা থেকে দুইটি গুলিভর্তি ম্যাগাজিনসহ একটি চাইনিজ এসএমজি উদ্ধার করা হয়। সুশীল প্রসাদ চাকমা/এএম/এবিএস