লক্ষ্মীপুর জেলার রামগতিতে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তিসহ পৃথক স্থান থেকে দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার চরগাজী ইউনিয়নের বয়ারচর ও চরলক্ষ্মী এলাকা থেকে এ দুই মরদেহ উদ্ধার করা হয়। চরগাজী ইউনিয়ন পরিষদ সদস্য হেলাল উদ্দিন জানান, বয়ারচরের গাবতলী সুইজ গেইটের কাছে মেঘনা নদীতে সকালে মো. জুয়েল (২৩) নামের এক জেলের মরদেহ পাওয়া গেছে। জুয়েল বয়ারচর এলাকার আবদুজ জাহেরের ছেলে। হেলাল উদ্দিন আরো জানান, চরগাজী ইউনিয়নের চরলক্ষ্মী এলাকার অদূরে মেঘনা নদীতে রোববার রাতে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির গলিত মরদেহ ভাসতে দেখা যায়। ভাটার ফলে মরদেহটি একটি ধান ক্ষেতে আটকে যায়। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। রামগতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন দুইজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। কাজল কায়েস/এএম/পিআর