সীমান্ত দিয়ে নারী ও শিশু পাচার এবং মাদক চোরাচালান বন্ধে দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবি এবং বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টায় বিজিবির হিলি আইসিপি ক্যাম্পের গোলঘরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।বিজিবির আমন্ত্রণে হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখায় বিএসএফের ১১ সদস্যের প্রতিনিধিদলকে বিজিবি ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।বৈঠকে বিজিবির পক্ষে ছিলেন জয়পুরহাট-৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান, দিনাজপুর-৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একলিম আবেদিন, জয়পুরহাট ব্যাটালিয়নের সহকারী পরিচালক আবু সাঈদ মৃধা, বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মীর মাসরুল।বিএসএফের পক্ষে ভারতের ১৯৯ পতিরাম ব্যাটালিয়নের অধিনায়ক আলকেছ সিনহার নেতৃত্বে ৭৫ পতিরাম ব্যাটালিয়নের অধিনায়ক এস কে শ্রীবাস্তব, বিএসএফ হিলি ক্যাম্প কমান্ডার এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।জয়পুরহাট-৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোস্তফিজুর রহমান বৈঠকের সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত দিয়ে নারী ও শিশু পাচার এবং মাদক চোরাচালান বন্ধসহ সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা হয়েছে।এমদাদুল হক মিলন/বিএ