দেশজুড়ে

বগুড়ায় কুরবানির পশু জবাইয়ের জন্য ১৪০টি স্থান নির্ধারণ

বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ডে এবার পশু জবাইয়ের জন্য ১৪২টি স্থান নির্ধারণ করা হয়েছে। পৌরসভার নির্ধারিত এসব স্থানে পশু জবাইয়ের জন্য পরামর্শ দেয়া হয়েছে।  পৌরসভা সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা মেনে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলদের সঙ্গে পরামর্শ করে স্থানগুলো নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে জনসচেতনা বাড়াতে শহরে মঙ্গলবার থেকে মাইকিং করা হচ্ছে। বগুড়া পৌরসভার মেয়র অ্যাড. একেএম মাহবুবুর রহমান জানান, পৌরবাসী নিজেদের সুবিধা অনুযায়ী নির্ধারিত স্থানগুলো ছাড়াও কুরবানির পশু জবাই করতে পারবেন। তবে সেক্ষেত্রে ঈদগাহ, স্কুল ও খেলার মাঠসহ ফাঁকা স্থান বেছে নিতে হবে। কোনোভাবেই জনবহুল স্থান সড়ক, ফুটপাথে পশু জবাই করা যাবে না। এজন্য তিনি পৌরবাসীর সহযোগিতা কামনা করেন। এদিকে শিবগঞ্জ পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক বলেন, তার এলাকায় পশু জবাইয়ের জন্য ১৯টি স্থান নির্ধারণ করা হয়েছে। এসব স্থানে পৌর এলাকার পক্ষ থেকে সামিয়ানা টানিয়ে দেয়া হবে। যাতে মানুষ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পশু জবাই করতে পারেন।    এআরএ/এবিএস