দেশজুড়ে

বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আটক ২

লালমনিরহাটের আদিতমারী ও হাতীবান্ধায় পৃথক অভিযান চালিয়ে ৪০৬ বোতল ফেনসিডিল ও দুইটি মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন, জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর এলাকার মৃত ওসমান আলীর ছেলে মাদক খরজামাল মিয়া (৩৮) ও রংপুর জেলার কোতোয়ালি থানার এলাকার তহিছ উদ্দিনের ছেলে আতিয়ার রহমান লেবু (৩৫)। মঙ্গবার দুপুরে আটকদের কারাগারে পাঠানো হয়। এর আগে সোমবার রাতে আদিতমারী ও হাতীবান্ধা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে। পুলিশ জানায়, কালীগঞ্জ উপজেলার মাদক খরজামাল মিয়ার মাদকের একটি বড় চালান নিয়ে আদিতমারী এলাকায় ঢুকেছে। এমন সংবাদের ভিত্তিতে তালুক পলাশী এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় মোটরসাইকেলসহ খরজামাল মিয়াকে আটক করা হয়। তবে মোটরসাইকেলে থাকা অপর দুইজন পালিয়ে যায়। পরে মোটরসাইকেলে বাঁধা একটি বস্তা ও আটক ব্যক্তির শরীর তল্লাশি করে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।  এদিকে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে হাতীবান্ধা উপজেলার জাওরানী এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ আতিয়ার রহমান লেবুকে আটক করে পুলিশ। এ সময় তার মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ১০৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মাদক আইনে পৃথক দুইটি মামলা হয়েছে। জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপুরে আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রবিউল হাসান/এএম/এবিএস