দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় দুই পথচারী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় মুসলিম (২৭) ও আরিফ (২০) নামে দুই পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ঘাটুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ সদর উপজেলার সুহিলপুর ও মুসলিম সরাইল উপজেলার কালিকচ্ছ গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবির দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, বিকেলে হবিগঞ্জের মাধবপুর থেকে ছেড়ে আসা দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজোর কুটি বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা ২নং গ্যাস ফিল্ডস গেটের সামনে বাসটি পথচারী মুসলিম ও আরিফকে চাপা দেয়। পরে আশঙ্কায়জনক অবস্থায় তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘাতক বাসটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে।আজিজুল সঞ্চয়/এআরএ/আরআইপি