নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালকসহ ৩ গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১২ জন। বুধবার সকাল ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুরের রয়নাভরট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার খানুরবাড়ি গ্রামের আব্দুল মজিদের ছেলে ট্রাকচালক আব্দুর রহিম, একই উপজেলার সতুয়া চন এলাকার বেলালের ছেলে হেলাল এবং আব্দুল মজিদ। আহতদের মধ্যে ৩ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, ৩ জনকে নাটোর সদর হাসপাতাল ও অপর ৬ জনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে হেলাল, আল আমিন, জয়নাল ও ফরহাদের নাম জানা গেছে। বনপাড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, সকাল ১০টার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী বাস আরপি রোকেয়া পরিবহণের সঙ্গে রাজশাহীগামী একটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ট্রাকচালকসহ ১৫ জন আহত হন। পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ট্রাকচালকসহ ২ জন এবং নাটোর সদর হাসপাতালে ১ জন মারা যান। রেজাউল করিম রেজা/এফএ/এমএস