নোয়াখালী জেলার মাইজদীর হরিনারায়ণপুরে সোহাগ (১৬) হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত বিচারক এএনএম মো. মোরশেদ খান বুধবার দুপুর ১টার দিকে এ রায় দেন।দণ্ডপ্রাপ্তরা হলেন, হরিনারয়ণপুরের আবদুর রহমান, আবু তাহের, সোহাগ আহম্মদ, দ্বীন ইসলাম ও জামাল উদ্দিন। এ মামলায় অপর তিনজনকে বেকসুর খালাস দেয়া হয়। তারা হলেন সফিক মাস্টার, আমিনুল ইসলাম, নুরুল ইসলাম।আদালত সূত্রে জানা যায়, সোহাগ পাশের বাড়ির আকবের কাছ থেকে ৯০ টাকা পাওনা ছিলো। সোহাগ পাওনা টাকার জন্য আকবরকে মারধর করে গুরুতর আহত করে। আকবর চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হয়। হাসপাতালে ভর্তি অবস্থায় আকবরের আত্মীয় স্বজনরা গত ২০০৩ সালের ৪ আগস্ট সকালে সোহাগকে পিটিয়ে হত্যা করে। পরে নিহতের বড় ভাই আবদুল কাইয়ুম আটজনকে আসামি করে নোয়াখালীর সুধারাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ ১৩ বছর পর বুধবার দুপুরে হত্যা মামলার রায় দেন বিচারক। বাদী পক্ষের আইনজীবী ছিলেন এপিপি ফজলুল কবির রুবেল। বিবাদী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোল্লা হাবিবুর রসুল ও অ্যাডভোকেট আবদুল হক।মিজানুর রহমান/এএম/এমএস