দেশজুড়ে

মিঠামইনে দেশীয় অস্ত্রসহ ৯ ডাকাত আটক

কিশোরগঞ্জের মিঠামইনে হাওরে ডাকাতির প্রস্তুতির সময় পাঁচটি ইঞ্জিনচালিত নৌকা ও বিভিন্ন দেশীয় অস্ত্রসহ ৯ ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ।বুধবার দুপুরে উপজেলার ঢাকি ইউনিয়নের বড়কান্দা হাওরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটকরা হলেন, হযরত আলী, কেরামত আলী, রুসমত আলী, আছমত আলী, রোকমান হোসেন, মিন্নত আলী, মোক্তার আলী, আল বাকির হোসেন ও মানিক মিয়া। তাদের বাড়ি বড়কান্দা গ্রামে। এদের মধ্যে তিনজন সহোদর ভাই রয়েছেন।পুলিশ জানায়, হাওরে একদল ডাকাত বেশ কিছু নৌকা নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় ডাকাতদলের ৯ সদস্যকে আটক করা হয়। আটকদের কাছ থেকে পাঁচটি নৌকা, রামদা, টেঁটা, বল্লম, শাবলসহ অনেকগুলো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ঘটনার সতত্য নিশ্চিত করে মিঠামইন থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বলেন, এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।নূর মোহম্মদ/এএম/আরআইপি