বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের বড়গোলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল জলিল (৫৬) বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বগুড়া বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এ কর্মরত ছিলেন। তিনি দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাসিন্দা।প্রত্যক্ষদর্শীরা জানায়, লাইনম্যান আব্দুল জলিল শহরের বড়গোলা ভূমি অফিসের সামনে সার্ভিস লাইনে কাজ করছিলেন। এসময় অসাবধানতা বশত ১১ হাজার কেভি তারের সঙ্গে সংস্পর্শে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।বগুড়া বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর উপ-সহকারী প্রকৌশলী হাবিবুল্লাহ জানান, আব্দুল জলিল ব্যক্তিগত উদ্যোগে কাজে গিয়েছিলেন। অসাবধনাত বশত দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।এআরএ/এবিএস