দেশজুড়ে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচলে এখনো ধীরগতি

অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে যানজটের সৃষ্টি হচ্ছে। এর ফলে যান চলাচল করছে ধীরগতিতে। মহাসড়কে পণ্য ও পশুবাহী ট্রাকের পাশাপাশি বাসের সংখ্যা বেড়ে যাওয়ায় এই ধীরগতি সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর থেকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই পর্যন্ত বৃহস্পতিবার সকালে প্রায় ১০ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। এর ফলে এ সময় খুবই ধীরগতিতে যানবাহন চলাচল করছে। এছাড়া মহাসড়কের টাঙ্গাইল অংশের প্রায় ৬৫ কিলোমিটারে এলেঙ্গা, মির্জাপুর, পাকুল্লা, ধেরুয়া রেল ক্রসিংসহ বিভিন্ন স্থানে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে।এ ব্যাপারে গোড়াই হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান জানান, উত্তরাঞ্চলের ২২টি জেলার যানবাহন ছাড়াও টাঙ্গাইল, জামালপুর, শেরপুর জেলার গরুবাহী ট্রাক ও যানবাহন এখন ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এবং বঙ্গবন্ধু সেতু জাতীয় মহাসড়ক দিয়ে যাতায়াত করছে। এই বিপুল সংখ্যক যানবাহনের চাপের কারণে এ মহাসড়কে যানজট হচ্ছে।এছাড়া ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চার লেনের সম্প্রসারণ কাজ, কয়েকটি ফ্লাইওভারের কাজ, দুর্ঘটনা এবং গাড়ি বিকল হয়ে পড়াই এ যানজটের অন্যতম কারনণ। এ মহাসড়কের যানজট নিরসনে গোড়াই ও এলেঙ্গা হাইওয়ে পুলিশের পাশাপাশি ট্রাফিক পুলিশ, জেলা ও থানা পুলিশ, র‌্যাব ,আনসার, জেলা প্রশাসন ও এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ বিভিন্ন সংস্থার লোকজন কাজ করে যাচ্ছে।

আরিফ উর রহমান টগর/এসএস/আরআইপি