নড়াইলের কালিয়া উপজেলার খড়ড়িয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আজগর মিনা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এসময় পাঁচজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কালিয়ার খড়ড়িয়া গ্রামে মিনা ও মোল্যা বংশের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে আজ সকালে দুইপক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। একপর্যায়ে দুইপক্ষের সংঘর্ষ শুরু হলে মিনা পক্ষের আজগর নিহত হন।এ ব্যাপারে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গনির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি।হাফিজুল নিলু/এফএ/আরআইপি