ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল শুক্রবার (৯ সেপ্টেম্বর) থেকে (১৮ সেপ্টেম্বর) রোববার পর্যন্ত হাজী মুহম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।ছুটি শেষে আগামী ১৯ সেপ্টেম্বর সোমবার থেকে যথারীতি ক্লাস ও অফিস কার্যক্রম শুরু হবে। হাবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা শাখার সহকারী পরিচালক মোমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।এমদাদুল হক মিলন/এএম/এবিএস