ক্যাম্পাস

ঢাবি লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ছাত্রদলের আংশিক কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে ছাত্রদলের কমিটি (আংশিক) গঠন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি আল মেহেদী তালুকদার ও সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকী এই কমিটি অনুমোদন করেছেন।নব-নির্বাচিত নেতৃবৃন্দকে আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নিকট জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে এবং আগামী তিন মাসের মধ্যে অধীনস্থ সব সাংগঠনিক ইউনিটের কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।কমিটিতে আহ্বায়ক করা হয়েছে মো. শাহ আলমকে, যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মো. সাদ্দাম হোসেন ভূইয়া, মো. খাইরুল হুদা, মো. শামীম হোসাইনকে, সদস্য সচিব আল আমিন এবং সদস্য করা হয়েছে মো. হাসান ইসলামকে।এমএইচ/বিএ