এই যানজট তো এই ফাঁকা। শুক্রবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল-মহাসড়কে এমন অবস্থাই বিরাজ করছে। ফলে মহাসড়কের টাঙ্গাইল অংশে মাঝে মধ্যেই যানজট সৃষ্টি হচ্ছে। টাঙ্গাইলের অংশে ধীরগতিতে চলছে যানবাহন আবার অনেক সময় রাস্তা ফাঁকা হয়ে যাচ্ছে। আবার কখনো কখনো কয়েক মিনিটের জন্য সৃষ্টি হচ্ছে যানজট। তবে এ যানজট কিছুক্ষণের। সরেজমিনে রাপনা বাইপাস, তারটিয়া বাইপাস, আশেকপুর বাইপাস করটিয়া বাইপাসে গিয়ে এমন চিত্র দেখা যায়।এ বিষয়ে টাঙ্গাইল ট্রাফিক পুলিশের সার্জেন্ট তৌফিক ইফতেখার বিন নাসির বলেন, গত বুধবার থেকেই খুব ধীরগতিতে যানবাহন চলাচল করছে। এর জন্য কিছুটা যানজট সৃষ্টি হচ্ছে। এখন মহাসড়কে কোনো যানজট নেই। তবে ধীরগতিতে যানবাহন চলাচল করছে।বর্তমানে এ মহাসড়ক আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। রাতে পিকআপ থেকে পড়ে একজন মারা গেছেন। এছাড়া মহাসড়কে কোনো সড়ক দুর্ঘটনা ঘটেনি। তিনি আরো বলেন, আমরা যানজট নিরসনে নিরলস ভাবে কাজ করছি। যানজট নিরসনে এলেঙ্গা ও গোড়াই হাইওয়েসহ টাঙ্গাইল ট্রাফিক পুলিশ বিভাগ কাজ করছে। আরিফ উর রহমান টগর/এফএ/পিআর