দৌলতদিয়ায় ৭ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। ঘাট থেকে প্রায় গোয়ালন্দ রেলগেট পর্যন্ত এ যানজট রয়েছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে এ যানজট অারো বাড়ার সম্ভবনা রয়েছে।এতে অাটকা পড়েছে শতশত গরুর ট্রাক, যাত্রীবাহী বাস, পণ্যাবাহী ট্রাকসহ অন্যান্যে যানবাহন।গরুর ব্যাপারীরা জানান, ঘণ্টার পর ঘণ্টা ঘাট এলাকায় অাটকা অাছি। গরমে গরুগুলোর অবস্থা খুবই খারাপ। সকালে দুটি গরু মারা যাওয়াসহ চারটি গরু স্ট্রোক করেছে। কখন ফেরি পাব জানিনা। এদিকে, ঢাকা মুখী ও ঢাকা থেকে বাড়ি ফেরা ঘরমুখো মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। দীর্ঘ যানজটের কারণে পরিবহনগুলো নির্দিষ্ট স্থানে পৌঁছাতে পারছে না। অনেক যাত্রীকে বাধ্য হয়ে বাস থেকে নেমে হেঁটেই রওনা হতে দেখা গেছে।রুবেলুর রহমান/এফএ/পিআর