দেশজুড়ে

নাটোরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাজশাহীতে গ্রেফতার

নাটোরের লালপুরে শিশু মুক্তি হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শাহাদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে রাজশাহীর বাঘা এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শাহাদুল ইসলাম লালপুরের রঘুনাথপুর গ্রামের মৃত আক্কেল আলীর ছেলে। লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার ভোরে পলাতক শাহাদুল ইসলাম রাজশাহীর বাঘায় তার এক আত্মীয়ের বাড়িতে এসেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রেজাউল করিম রেজা/এফএ/পিআর