জাতীয়

দেশে মাছের চাহিদা ৩৭ লাখ ৯২ হাজার মেট্রিক টন

দেশে মাছের চাহিদা ৩৭ লাখ ৯২ হাজার মেট্রিক টন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক। বৃহস্পতিবার সংসদে সরকারি দলের সদস্য বেগম সানজিদা খানমের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।তিনি আরো বলেন, ২০১২-১৩ অর্থবছরের হিসাব অনুযায়ী দেশে মাছের পরিমাণ ৩৪ লাখ ১০ হাজার মেট্রিক টন। এক্ষেত্রে মাছের ঘাটতি মোট ৩ লাখ ৮২ হাজার মেট্রিক টন।মোহাম্মদ ছায়েদুল হক বলেন, বাংলাদেশে প্রাণীজ প্রোটিনের মূল উৎস মাছ। শতকরা প্রায় ৬০ ভাগ প্রাণীজ আমিষের যোগান দেয় এই মাছ। ২০১৩-১৪ সালে দেশে মাছের প্রক্ষেপিত চাহিদা ৩৮ লাখ ৭৮ হাজার মেট্রিক টন এবং উৎপাদিত মাছের পরিমাণ ৩৫ লাখ ৫৫ হাজার মেট্রিক টন (প্রক্ষেপিত)। এক্ষেত্রে ঘাটতি মোট ৩ লাখ ২৩ হাজার মেট্রিক টন।তিনি বলেন, দেশের মৎস্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে মাছের ঘাটতি পূরণে বর্তমান সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়ন করছে। ‘ভিশন-২০২১, বাংলাদেশ : সমৃদ্ধ আগামী’ প্রতিষ্ঠার লক্ষ্যে দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচনের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য মৎস্য সম্পদ উন্নয়ন প্রেক্ষিত পরিকল্পনা (২০০৯-২০২১) প্রণয়ন করা হয়েছে।মন্ত্রী আরো বলেন, কর্মপরিকল্পনার অংশ হিসেবে অভ্যন্তরীণ মুক্ত জলাশয়, বদ্ধ জলাশয় এবং সম্প্রসারিত সামুদ্রিক জলাশয়ের উৎপাদন ও ব্যবস্থাপনার জন্য কার্যক্রম নির্ধারণ করে তা বাস্তবায়নের জন্য মৎস্য অধিদপ্তর কাজ করে যাচ্ছে।এছাড়া দেশের অভ্যন্তরীণ মুক্ত জলাশয়, বদ্ধ জলাশয়, উপক‚লীয় এলাকা এবং সামুদ্রিক মৎস্য সম্পদ উন্নয়ন ও বৃদ্ধির লক্ষ্যে সরকার চলতি অর্থবছরে মোট ১ হাজার ৩৬৪ কোটি টাকা ব্যয়ে ১৮টি উন্নয়ন প্রকল্প বান্তবায়ন করছে বলেও জানান তিনি।আরএস