দেশজুড়ে

পাবনায় নসিমনের ধাক্কায় বৃদ্ধা নিহত

পাবনার চাটমোহরে নসিমনের ধাক্কায় আছিয়া খাতুন (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর ২টার দিকে চাটমোহর-ভাঙ্গুড়া সড়কের রামচন্দ্রপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আছিয়া রামচন্দ্রপুর গ্রামের নবার আলীর স্ত্রী। চাটমোহর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক জানান, শনিবার দুপুরে আছিয়া খাতুন রামচন্দ্রপুর মোড়ে সড়ক পারাপারের সময় শ্যালো ইঞ্জিনচালিত একটি নছিমন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে পরিবারের কারো কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।একে জামান/এএম/এমএস