দেশজুড়ে

যৌন হয়রানি : দুই যুবকের কারাদণ্ড

ফরিদপুর শহরতলির ধলার মোড় এলাকায় এক নারীকে যৌন হয়রানির দায়ে দুই যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।শনিবার বিকেলে ধলার মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পারভেজ মল্লিক তাদের এ কারাদণ্ডাদেশ দেন। তারা হলেন- ফরিদপুর শহরের হাবেলী গোপালপুর এলাকার মো. মুছার ছেলে আকির (২৩) ও নগরকান্দা উপজেলার ফুলসুতী গ্রামের হাসমত আলীর ছেলে সজীব হাসান (২০)। এর মধ্যে আকিরকে এক মাস ও সজীবকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পারভেজ মল্লিক জানান, ধলার মোড় এলাকায় ইভটিজিংয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত বসছিল। এ সময় এক নারীকে যৌন হয়রানি করতে গিয়ে তারা দুজন হাতেনাতে ধরা পড়ে। পরে আকিরকে এক মাস ও সজীবকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এস এম তরুন/এএম/আরআইপি