ঈদুল আজহা উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি রফতানি কার্যক্রম ৬ দিন বন্ধ থাকবে। ভোমরা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন ও ভারতের ঘোজাডাংগা সিঅ্যান্ডএফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী রোববার থেকে শুক্রবার বন্দরের সকল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।ভোমরা বন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাছিম ও ভারতের সিঅ্যান্ডএফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি কান্তি দত্ত বিষয়টি নিশ্চিত করে জানান, ঈদুল আজহা উপলক্ষে ৬ দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ১৭ সেপ্টেম্বর শনিবার থেকে পুনারায় আবার আমদানি রফতানি কার্যক্রম চলবে। আকরামুল ইসলাম/এসএস/এমএস