দেশজুড়ে

ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে মাদরাসা ছাত্র নিখোঁজ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে মো. আবু তাহের (১৬) নামে এক মাদরাসা ছাত্র নিখোঁজ হয়েছে। রোববার সকালে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের মুনিয়ারিকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।পাকুন্দিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিখোঁজ মো. আবু তাহের মুনিয়ারিকান্দা গ্রামের লতিফ মিয়ার ছেলে এবং মুনিয়ারিকান্দা দাখিল মাদরাসার দাখিল পরীক্ষার্থী।এলাকাবাসী জানায়, সকালে আবু তাহেরসহ স্থানীয় ৫ ব্যক্তি গ্রামের পাশে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে যায়। এক পর্যায়ে আবু তাহের নদীর পানিতে ডুব দিয়ে নিখোঁজ হন। খবর পেয়ে পুলিশ ও এলাকাবাসী তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।নূর মোহাম্মদ/এসএস/পিআর