দেশজুড়ে

দুই বাসের সংঘর্ষে নিহত ১

দিনাজপুরের কাহারোলে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে রুবেল (৩৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় চালকসহ কমপক্ষে ৪০ জন আহত হয়েছে।রোববার সকাল ৯ টায় কাহারোল উপজেলার ঢাকা-পঞ্চগড় মহাসড়কের মুকুন্দপুর ইউনিয়নের ষোল মাইল মাদরাসা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।রুবেল ঠাকুরগাও জেলার রানীশংকৈল উপজেলার বাসিন্দা। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।স্থানীয় বাসিন্দা মো. আনোয়ার হোসেন জানান, রংপুরগামী বিআরটিসি ( ঢাকা মেট্রো-চ-৮৩০১) এবং ঢাকা থেকে ছেড়ে আসা প্রজাপতি পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১১-৮৫৩৮) ঢাকা-পঞ্চগড় মহাসড়কের মুকুন্দপুর ইউনিয়নের ষোল মাইল মাদরাসা মোড়ে মুখোমুখি সংঘর্ষ বাধে। এ সময় ঘটনাস্থল থেকে প্রজাপ্রতির বাসের চালকসহ দুইজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২ টায় রুবেল মারা যায়।বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. মাহামুদুল হাসান পলাশ জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় ৪০ জন আহত যাত্রীকে সেবা দেয়া হয়েছে। আহত বেশির ভাগ যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।এমদাদুল হক মিলন/এসএস/পিআর