মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দড়িবাউশিয়া ও জামালদি বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় সুমাইয়া (১০) নামের এক শিশু নিহত হয়েছে। রোববার বিকেল সোয়া ৪টার দিকে দড়িবাউশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গজারিয়া হাইওয়ে পুলিশ সার্জন কামরুজ্জামান রাজ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, একটি পিকাপ জোনাকি ডিলাক্স নামের বাসকে ধাক্কা দিলে বাসটি খাদে পড়ে যায়। এতে সুমাইয়া নামের এক শিশু নিহত ও তিনজন আহত হয়।এর আগে জামালদী বাসস্ট্যান্ড এলাকায় অপর দুর্ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছে বলেও জানান গজারিয়া হাইওয়ে পুলিশ সার্জন কামরুজ্জামান।ভবতোষ চৌধুরী নুপুর/এএম/পিআর