সোমবার সকাল থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে তিনটি ঘাট দিয়ে পারাপার চলছে। এর আগে রোববার রাতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ২ ও ৩ নম্বর ঘাটটি প্রচণ্ড স্রোত ও ঘূর্ণনে ফলে ভাঙনের কবলে পড়ে।পরে মেরামত কাজ শেষে আজ সকালে ৩ নম্বর ঘাটটি চালু করা হয়েছে। এ নিয়ে বর্তমানে দৌলতদিয়া প্রান্তের ৪টি ঘাটের ৩টি ঘাট দিয়ে চলছে পারাপার। তাছাড়া ঘাট সমস্যা ও স্রোতের কারণে নদী পারাপারে সময় দ্বিগুণ লাগায় ভোগান্তিতে পড়তে হচ্ছে ঘরমুখো যাত্রীদের। ১, ৩ ও ৪ নম্বর ঘাট দিয়ে সব ধরনের যানবাহন ফেরিতে উঠা-নামা করলেও ২ নম্বর ঘাটটি কখন সচল হবে তা বলতে পারছে না কর্তৃপক্ষ। এছাড়া ৪ নম্বর ঘাটটির সড়কে দেখা দিয়েছে ভাঙন। যে কোনো মুহূর্তে এ ঘাটটি বন্ধ হয়ে যেতে পারে বলে ধারণা স্থানীয় লোকজনের। বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ সুত্রে জানা যায়, ভাঙনের কারণে রোবাবার রাত সাড়ে ৯টার দিকে ৩ নম্বর ও রাত দেড়টার দিকে ২ নম্বর ঘাটটিতে যানবাহন পারাপার বন্ধ হয়ে যায়। তবে মেরামত কাজ শেষে আজ সকালে ৩ নম্বর ঘাটটি আবারো চলাচলের উপযোগী করা হয়েছে। বর্তমানে ১, ৩ ও ৪ নম্বর ঘাট সচল রয়েছে। পারাপারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তে যানবাহনকে সিরিয়ালে থাকতে হচ্ছে না। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৫টি ফেরি চলাচল করছে। ভাঙন কবলিত ঘাট যত দ্রুত সম্ভব চলাচলের উপযোগী করার চেষ্টা করা হচ্ছে। রুবেলুর রহমান/এসএস/এমএস