দেশজুড়ে

বৃষ্টি উপেক্ষা করে ব্রাহ্মণবাড়িয়ায় ঈদ জামাত অনুষ্ঠিত

যথাযোগ্য মর্যাদা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। যদিও বৃষ্টির কারণে মাঠ ভিজে নামাজের অনুপযোগী হওয়ায় জেলা ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়নি।তবে সকাল ৮টায় জেলা জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন মুফতি শামসুল হক। জামাতে নামাজ আদায় করেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেনসহ জেলার বিশিষ্টজনেরা। নামাজ শেষে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত করা হয়।এছাড়াও জেলা শহরের ট্যাংকেরপাড় জামে মসজিদ, সদর হাসপাতাল জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। জামাতে জেলার বিশিষ্টজনেরা ছাড়াও নানা শ্রেণি-পেশার মানুষ নামাজ আদায় করেন। পরে নামাজ শেষে একে অপরের সঙ্গে বুক মিলিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।এদিকে, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলার কথা মাথায় রেখে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ। ঈদকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা নাশকতা এড়াতে জেলাজুড়ে দায়িত্ব পালন করছে পোশাকধারী পুলিশ, সাদা পোশাকের পুলিশ, র‌্যাব, বিজিবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা।আজিজুল সঞ্চয়/এসএস/এমএস