দেশজুড়ে

সাত দিনের মাথায় ফের বদলি

কর্মক্ষেত্রে যোগদানের সাতদিনের মাথায় ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আল মামুনকে আবার বদলি করা হয়েছে। গত পাঁচ মাস আগে সিনিয়র সহকারী পুলিশ সুপার থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্ব পান তিনি। এরপর তাকে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করা হয়। তবে অতিরিক্ত পুলিশ সুপারের চেয়ার ফাঁকা না হওয়ায় দায়িত্ব নিতে পারছিলেন না তিনি।সাতদিনের মাথায় এই পুলিশ কর্মকর্তার বদলির আদেশে জেলাজুড়ে ব্যাপক আলোচনা চলছে। বদলির আদেশে জনস্বার্থের কথা বলা হলেও শাহরিয়ার আল মামুনের বিরুদ্ধে কোনো অভিযোগ না। পাশাপাশি জনমুখি কর্মকাণ্ডের জন্য সকল স্তরের মানুষের কাছে প্রশংসিত ছিলেন তিনি।ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পান গত ৫ এপ্রিল। এরপর ১১ এপ্রিল তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্তি পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়। এর আগে গত ৩ এপ্রিল পুলিশ সুপার পদে পদোন্নতি পান জেলার অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদ। পরে ২৭ জুন তাকে চট্টগ্রামের রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) পদায়ন করা হয়। তবে এম এ মাসুদ ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপারের পদ ছাড়েন গত ২৮ আগস্ট। পদায়নের প্রায় পাঁচ মাস পর ২৮ আগস্ট শাহরিয়ার আল মামুন অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্ব পান।দায়িত্ব নেয়ার সাতদিনের মাথায় হঠাৎ তার বদলির আদেশ হয়। গত ৪ সেপ্টেম্বর তাকে সিলেট মহানগর পুলিশে বদলি করা হয়। এরপর ৮ সেপ্টেম্বর তিনি নতুন অতিরিক্ত পুলিশ সুপাপর ইকবাল হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেন।পদোন্নতি ও পোস্টিং পাওয়ার পর প্রায় পাঁচ মাস দায়িত্ব নেয়ার অপেক্ষায় শাহরিয়ার আল মামুন ব্রাহ্মণবাড়িয়াতেই ছিলেন। তবে দীর্ঘ এ সময়ে কেনো তাকে বদলি করা হয়নি সেটি নিয়েও জনমনে প্রশ্ন।এসব ব্যাপারে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন জাগো নিউজকে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ভালো মনে করেই হয়তো এমন সিদ্ধান্ত নিয়েছেন।আজিজুল সঞ্চয়/এএম/পিআর