দেশজুড়ে

দিনাজপুরে বাস উল্টে খাদে : নিহত ৪

দিনাজপুরে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩০ জন যাত্রী। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের পরিচয় জানা যায় নি।বুধবার দুপুর ২টার দিকে সদর উপজেলার দিনাজপুর-রংপুর মহাসড়কের পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।দিনাজপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সিরাজুল ইসলাম জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা এএইচকে পরিবহনের (ঢাকা মেট্রো-গ-১৪-৫৭০৫) একটি যাত্রীবাহী বাস রংপুর যাওয়ার পথে দিনাজপুর-রংপুর মহাসড়কের পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে দুইজন এবং দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুসহ দুইজন মারা যায়।দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এমদাদুল হক মিলন/এসএস/পিআর