দেশজুড়ে

পাওনা টাকা চাওয়ায় ভাইকে পিটিয়ে হত্যা

নাটোরের বড়াইগ্রামে পাওনা টাকা চাওয়ায় চাচাতো ভাই আবু তালেবকে পিটিয়ে হত্যা করেছে অপর ভাই। এ সময় নিহতের ছেলে আনোয়ার হোসেন আহত হয়েছেন। এ ঘটনার জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীকে আটক করেছে পুলিশ।বুধবার দুপুরে উপজেলার বনপাড়া কালিকাপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবু তালেব একই এলাকার আজিমুদ্দিনের ছেলে।বড়াইগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম ও এলাকাবাসী জানান, উপজেলার বনপাড়া কালিকাপুর এলাকার আবু তালেবের কাছে বেশ কিছুদিন আগে তার চাচাতো ভাই আজগর আলীর ছেলে আনিস ২০ হাজার টাকা ধার নেয়। বেশ কয়েকবার পাওনা টাকা চাওয়ার পরও সে টাকা দিতে অস্বীকৃতি জানায়।বুধবার দুপুরে আনিসের কাছে তার পাওনা টাকা চাইলে সে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাকে গালিগালাজ করতে থাকে। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে আনিস, তার দুই ভাই পিন্টু ও রিপন আবু তালেবকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে। এ সময় বাধা দিতে গেলে আবু তালেবের ছেলে আনোয়ার হোসেনকেও পিটিয়ে আহত করে। এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত আনোয়ার হোসেনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীকে আটক করেছে পুলিশ।রেজাউল করিম রেজা/এসএস/পিআর