নিশ্চুপ চুপচাপ শূন্যতার স্তর ভরে ওঠে জলেহেয়ালি ভরা মুখ-ঠোঁট ঘাম আর মুচকি হাসেকিছুটা অন্যরকম হলেও আজ ফিরে যাবো না ঘরে।মেঘবতি ও মেঘবতি তোর শরীর ছুঁতে চাইতোর চুলের সিঁথির ভিতর জোনাকি গুজে দিতে চাইচাই শূন্য ঘরে মনের বাস্তবিক মাটির চুলোয়তপ্ত আগুনে একবিন্দু জলরাশি হয়ে উন্মাদ হতে।মেঘবতি তুই কি আসবি আমার আকাশেআমার উঠোনে পলাশ রঙে আলতা মাখা পায়েছোপ ছোপ আলপনার অঙ্কনেআনন্দের টেউ তুলে বসে থাকবি বুকের ঠিক মাঝখানে।মেঘবতি হঠাৎ আসে হঠাৎ চলে যায়।স্রোতের সাদা জলরাশি আর মেঘদলভির করে দক্ষিণ উঠোনের কোনেসময় জড়িয়ে সব ছাড়িয়ে অসম্ভবকে সম্ভব করে সেই তো আবার এলিজানি সব ছেড়ে যাবিআবার ফিরেও আসবি একদিন।মেঘবতি তুই কি ভীষণ ভালোবাসবি আমায়তোর শরীর ছুঁয়ে ছুঁয়ে অনন্ত পথ পাড়ি দিবোঠোঁটের ভিতর ঠোঁট রেখে বৃষ্টি হবো।কিছুটা অন্যরকম হলে ক্ষতি কি মেঘবতিমেঘবতি আসে ভীষণভাবে আসেভালোবাসে, বৃষ্টি নামায়, বৃষ্টি হয়।আবার চলেও যায় অন্য কোন মেঘের দেশে অন্যরকম হতে। এসইউ