পিরোজপুরে পানিতে ডুবে কুলসুম ও ফাতেমা (৪) নামে দুই যমজ বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে মঠবাড়িয়া উপজেলায় বেত মোড়রাজপাড়া ইউনিয়নে জানখালি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শিশু দুইটি জানখালি গ্রামের সৈয়দ আলির মেয়ে।বেত মোড়রাজপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দেলোয়ার হোসেন জানান, সকালে শিশু দুইটি বাড়ির উঠানে খেলা করছির। এক পর্যায়ে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।হাসান মামুন/এআরএ/আরআইপি