দেশজুড়ে

মেঘনায় লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি : নিখোঁজ ১

ভোলার মেঘনা নদীতে ঢাকাগামী এমভি ফারহান-২ লঞ্চের ধাক্কায় মাছ ধরার ট্রলারডুবিতে আরিফ (২৭) নামের এক জেলে নিখোঁজ হয়েছে। শুক্রবার বিকেল পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। এর আগে বৃহস্পতিবার রাতে এই ট্রলারডুবির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার রাতে এমভি ফারহান-২ লঞ্চ চরফ্যাশনের বেতুয়া থেকে তুজমদ্দিন হয়ে ঢাকায় যাচ্ছিল। বোরহানউদ্দিন ও দৌলতখান সীমানা অতিক্রমের সময় রাতে মাছ ধরা ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে পাঁচ জেলেসহ ট্রলারটি ডুবে যায়।এ সময় চার জেলে তীরে উঠতে পারলেও আরিফ নদীর পানিতে ডুবে যায়। খবর পেয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তার সন্ধান মেলেনি।  বোরহানউদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন কৃষ্ণ রায় চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, উপকূলবর্তী থানাগুলোতে খবর পাঠানো হয়েছে। পাশাপাশি স্থানীয় পুলিশ ও উদ্ধারকর্মীরা অভিযান অব্যাহত রেখেছে। অমিতাভ অপু/এএম/আরআইপি