রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়ার অদূরে গড়াই নদীতে গোসল করতে নেমে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এআইইউবি) শিক্ষার্থী দীপ্ত বিশ্বাস (১৯) এবং শিশু সৌরভ মুন্সির (৬) মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।নিহত দীপ্ত নারুয়া ইউপির কোনাগ্রাম এলাকার দেবেন্দ্রনাথ বিশ্বাস ও সৌরভ একই এলাকার সুজন মুন্সির ছেলে। দীপ্ত আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের ছাত্র।প্রত্যক্ষদর্শী মো. সাদ্দাম জানান, নারুয়া ইউপির কোনাগ্রাম এলাকার গড়াই নদীর পৃথক দুইটি স্থানে দীপ্ত ও সৌরভ গোসল করতে নেমে স্রোতের তোড়ে ভেসে যায়। পরে ঘটনাস্থলের কিছুটা দূর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।নারুয়া ইউপি চেয়ারম্যান অাব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঈদের ছুটিতে দুই বন্ধুসহ বাড়িতে আসে দীপ্ত। বিকেলে তিন বন্ধু মিলে নদীতে গোসল করতে যায়। কিন্তু তিন বন্ধুর কেউ সাঁতার জানতো না। গোসলে নেমে স্রোতে তিন বন্ধুই ডুবে যায়। এসময় তাদের জীবিত উদ্ধার করা হয়। এদের মধ্যে গুরুতর অবস্থায় দীপ্তকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে তার মৃত্যু হয়।রুবেলুর রহমান/এআরএ/আরআইপি