টিকিট কালোবাজারির দায়ে নেত্রকোনার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের কর্মী শাহ আলমকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার হাওর এক্সপ্রেস ট্রেন থেকে তাকে গ্রেফতার করা হয়। প্লাটর্ফমে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি করার সময় তাকে হাতেনাতে গ্রেফতার করে জিআরপি পুলিশ।মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক জাগো নিউজকে জানান, গ্রেফতার শাহ আলমের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তার কাছ থেকে বিভিন্ন তারিখের ১২টি সিটের ৫টি টিকিট পাওয়া গেছে। প্রসঙ্গত, মোহনগঞ্জ-ঢাকা রেলপথে প্রতিদিন তিনটি ট্রেন চলাচল করে। ট্রেনে যাত্রী সেবায় নিয়োজিত থাকা ব্যক্তিরা ছাড়াও একটি চক্র প্রতিদিন ট্রেনের টিকিট কালোবাজারি করে যাত্রী হয়রানি করছে বলে অভিযোগ রয়েছে। কামাল হোসাইন/এএম/আরআইপি