বান্দরবানের রুমা উপজেলার রিজুক ঝর্ণার পাশ থেকে নিঁখোজ কলেজশিক্ষক তৌফিক সিদ্দিকীর মরদেহ উদ্ধার করেছে দমকল বাহিনী। রোববার সকাল সাড়ে ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত তৌফিক সিদ্দিকী বগুড়া সরকারি আজিজুল হক কলেজের বাংলা বিভাগের শিক্ষক।পুলিশ জানায়, বগুড়া থেকে সপরিবারে ভ্রমণে এসে শনিবার বিকেলে বান্দরবানের রুমা উপজেলার রিজুক ঝর্ণা দেখতে যান তৌফিক সিদ্দিকী। পরে তিনি পরিবার নিয়ে ঝর্ণায় গোসল করতে নামেন। স্ত্রী ও সন্তানরা ঝর্ণা থেকে উঠলেও তিনি উঠতেপারেননি। খবর পেয়ে তাকে উদ্ধারে নামে ডুবুরি ও পুলিশ সদস্যসহ স্থানীয়রা। পরে রোববার সকালে ঝর্ণার পাশে তার মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পায় দমকল বাহিনীর সদস্যরা।রুমা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।সৈকত দাশ/এফএ/এমএস