ভোলার মনপুরা উপজেলার জাগলার চর এলাকায় মাছ ধরার সময় ১৫ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা। রোববার ভোরে এ ঘটনা ঘটে।মনপুরা থানার ওসি ও কোস্টগার্ড স্টেশন অফিসার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা অপহৃত জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে।জানা গেছে, রোববার ভোরে জেলেরা মেঘনা নদীতে ইলিশ মাছ ধরার জন্য জাল ফেলে নদীতে অপেক্ষমাণ ছিল। এ সময় জলদস্যুরা গুলি বর্ষণ করে হামলা চালায় এবং জাল, মাছ লুট করার পাশাপাশি ১৫ জেলেকে ধরে নিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত অপহৃত জেলেদের পরিবারের কাছে জনপ্রতি ৫০ হাজার টাকা করে মুক্তিপণ চাওয়া হয়েছে বলে জানান মনপুরা মৎস্যজীবী সমিতির নেতা কামাল হোসেন। অমিতাভ অপু/এসএস/আরআইপি