ভোলার মেঘনা নদীতে ঢাকাগামী এমভি ফারহান-২ লঞ্চের ধাক্কায় ট্রলারডুবিতে নিখোঁজের তিন পর আরিফ ( ২৭) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।রোববার দুপুরে বোরহানউদ্দিন থানা পুলিশ আলিমুদ্দিন ঘাট থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের বাবা তার মরদেহ উদ্ধার করে। গত বৃহস্পতিবার রাতে এমভি ফারহান চরফ্যাশনের বেতুয়াঘাট থেকে ছেড়ে তজুমদ্দিন হয়ে ঢাকা যাওয়ার সময় বোরহানউদ্দিন উপজেলার সীমানায় একটি মাছ ধরা ট্রলারকে সজোরে ধাক্কা দেয়। এতে সাত জেলেসহ ট্রলারটি দুমড়ে মুচড়ে ও ডুবে যায়। এসময় ছয় জেলেকে উদ্ধার করা হলেও আরিফ নিখোঁজ রয়ে যায়। বোরহানউদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন কৃষ্ণ রায় চৌধুরী জানান, মরদেহ সনাক্তের পর তা ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অমিতাভ অপু/এআরএ/এবিএস