দেশজুড়ে

সরাইলে বাসচাপায় একজন নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাসচাপায় ধন মিয়া (৩০) নামে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মালিহাতা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ধন মিয়া সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের কাঁটানিসার গ্রামের নোয়াব মিয়ার ছেলে। এ ঘটনায় সিএনজি অটোরিকশার আরো দুই যাত্রী আহত হয়েছেন। তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবির দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার মালিহাতা নামক স্থানে সিলেট অভিমুখি দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস অপর একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী ধন মিয়া মারা যান। ওসি আরো জানান, অটোরিকশাটি পার্শ্ব রাস্তা থেকে প্রধান সড়কের উঠার সময় দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় অটোরিকশার আরো দুই যাত্রী আহত হয়েছেন।আজিজুল সঞ্চয়/এআরএ/এবিএস