কুমিল্লার বুড়িচং উপজেলার সৈয়দপুরে যাত্রী নামিয়ে দিয়ে দুইটি বাসে অগ্নিসংযোগ করেছে দুবৃর্ত্তরা। শনিবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।বুড়িচংয়ের দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নজরুল ইসালাম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সৈয়দপুরে রাস্তায় পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে এবং ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে দুর্বৃত্তরা। এসময় ঢাকা থেকে চট্টগ্রামগামী এস আলম ও জোনাকী পরিবহনের দুইটি বাস থামানো হয়। পরে যাত্রীদের নামিয়ে দিয়ে দুইটি বাসেই অগ্নিসংযোগ করে তারা। খবর পেয়ে কুমিল্লা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে পুলিশ যাত্রীদের গন্তব্যের গাড়িতে উঠিয়ে দেয়।এমএএস