বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহম্মেদকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রোববার দুপুরে জেলা শহরের রাজার মাঠ থেকে তাকে আটক করা হয়।প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলার রাজার মাঠ এলাকায় ঘোরাঘুরি করার সময় তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। তবে কি কারণে তাকে আটক করা হয়েছে এই ব্যাপারে কোন তথ্য জানায়নি পুলিশ ।প্রসঙ্গত, কক্সবাজারের রামু বৌদ্ধবিহারে হামলা মামলার আসামি উপজেলা চেয়ারম্যান ও জামায়াত নেতা তোফায়েল আহম্মদকে গত ১১ জানুয়ারি ঢাকার সুন্দরবন হোটেলের ৩১৮ নম্বর কক্ষ থেকে পিবিআইবির একটি দল গ্রেফতার করে। পরে চলতি মাসের প্রথম সপ্তাহে হাইকোর্ট থেকে জামিনে মুক্ত হন তিনি। সৈকত দাশ/এএম/পিআর