বিনোদন

আঁখির নতুন অ্যালবাম

লক্ষ্য অটুট রেখেই সফলতার পথে হাঁটছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। সম্প্রতি ১৯তম অ্যালবামের কাজ শুরু করেছেন তিনি। ইতিমধ্যে এর একটি গানের রেকর্ডিং সম্পন্ন করেছেন। গানটির শিরোনাম হলো `পরবাসী মেঘ`। এটি লিখেছেন রবিউল ইসলাম জীবন ও সুর-সঙ্গীত করেছেন জেকে। এ প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, `পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছি। সম্প্রতি নতুন অ্যালবামের কাজ শুরু করেছি। সম্প্রতি এর রেকর্ডিং শেষ করেছি। খুব শিগগিরই গানটির দৃশ্যধারণ সম্পন্ন করব। আগামী মাসের মধ্যে গানটি বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার করা হবে।` এদিকে, গেল বছর ঈদে প্রকাশ হয় আঁখির সর্বশেষ একক অ্যালবাম `বোকা মন`। অ্যালবামের গানগুলো ইতোমধ্যেই শ্রোতামহলে বেশ প্রশংসিত হয়েছে। কিছুদিন আগে আঁখি তার সর্বশেষ একক অ্যালবামের একটি গান মিউজিক ভিডিও আকারে প্রকাশ করেন।এইচএন/এমএস