রোনালদোকে ছাড়াই স্প্যানিশ লা লিগায় সহজ জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার তারা নিজেদের মাঠে ৪-১ গোলে হারায় রিয়াল সোসিয়েদাদকে। নিজেদের মাঠে খেলার প্রথম মিনিটেই পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। আর্তিজ এলাস্তানদো গোল করে এগিয়ে দেন সোসিয়েদাদকে। তবে এর তিন মিনিটের মধ্যেই রিয়ালকে সমতায় ফেরায় হামেস রদ্রিগেস। ৩৭ মিনিটে ডান পায়ের চমৎকার শটে ব্যবধান দ্বিগুণ করেন সার্জিও রামোস। ২-১ গোলে এগিয়ে বিরতিতে যায় কোচ কার্লো আনচেলত্তির দল। বিরতির পর ৫২ মিনিটে রিয়ালকে আবারও এগিয়ে দেন করিম বেনজেমা। গ্যারেথ বেলের সহায়তায় গোলটি করেন ফরাসি তারকা করিম বেনজেমা। ৭৬ মিনিটে রিয়ালের চতুর্থ আর নিজের দ্বিতীয় গোল করেন বেনজেমা। এ জয়ে ২০ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে থাকল রিয়াল। দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার সংগ্রহ সমান ম্যাচে ৪৭। এমআর/এমএস