দেশজুড়ে

বান্দরবানে ছাত্র শিবিরের সাবেক সভাপতি আটক

বান্দরবান পার্বত্য জেলায় ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি আতিকুর রহমানকে আটক করেছে পুলিশ। রোববার রাতে শহরের বাসস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।পুলিশ সূত্রে জানা যায়, সরকার বিরোধী নাশকতার পরিকল্পনার অভিযোগে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে কিছু উদ্ধার করা হয়েছে কিনা জানা যায়নি। এই ব্যাপারে বান্দরবান সদর থানার ডিউটি অফিসার রুমা বড়ুয়া আতিকুরকে আটকের সত্যতা স্বীকার করেন।সৈকত দাশ/এসএস/এমএস