সীমান্তের ওপার থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আকস্মিক কাপ্তাই লেকের পানির উচ্চতা বেড়ে গেছে। এতে ডুবে গেছে রাঙামাটি পর্যটন কমপ্লেক্সে অবস্থিত মনোরম ঝুলন্ত সেতুটি।রাঙামাটি পর্যটন মোটেল ও হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, সদ্য বর্ষা শেষে উজান থেকে পাহাড়ি ঢল নামছে। ফলে কাপ্তাই লেকের পানির উচ্চতা দ্রুত বাড়ছে। এতে সেতুটি গভীরে তলিয়ে যাচ্ছে। ইতোমধ্যে দেড় ফুট পানিতে ডুবে গেছে সেতুটি। ফলে সেতু দিয়ে পারাপার বন্ধ হয়ে গেছে। উল্লেখ্য, সত্তর দশকের দিকে সরকার রাঙামাটি পার্বত্য জেলাকে পর্যটন এলাকা হিসেবে ঘোষণা করে। পরে পর্যটন কর্পোরেশন পর্যটকদের পারাপারের সুবিধায় দুটি পাহাড়ের মাঝখানে তৈরি করে রাঙামাটির আকর্ষণীয় ঝুলন্ত সেতুটি। এটি বর্তমানে দেশে-বিদেশে ব্যাপক আকারে পরিচিতি পেয়েছে। ঝুলন্ত সেতুর পূর্বদিকে কাপ্তাই লেকের স্বচ্ছ জলরাশিসহ রয়েছে ছোটবড় বিস্তৃর্ণ নৈসর্গিক সবুজ পাহাড়। প্রতি বছর পর্যটন মৌসুমে রাঙামাটির দৃষ্টিনন্দন ঝুলন্ত সেতুটি উপভোগ করতে রাঙামাটিতে আগমন ঘটে প্রচুর পর্যটকের। বর্তমানে সেতুতে প্রবেশ মূল্য ২০ টাকা। এসএস/আরআইপি