দেশজুড়ে

নাটোরে জেলা জামায়াতের আমির গ্রেফতার

নাটোরে জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির দেলোয়ার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। বড়াইগ্রাম থানায় দায়েরকৃত একটি মামলার সূত্র ধরে সোমবার ভোরে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) নজরুল ইসলাম জুয়েল জানান, শহরের আলাইপুরের উপশহর এলাকায় দেলোয়ার হোসেনের নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বড়াইগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার জানান, গত ১৮ সেপ্টেম্বর জামাত নেতা দেলোয়ার হোসেন ও জাহেদুল ইসলামসহ বেশ কিছু জামাতকর্মী বড়াইগ্রামের একটি জায়গায় সমবেত হয়ে সরকার বিরোধী আলোচনা করে। এ ঘটনায় বড়াইগ্রাম থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাসুদ করিম বাদী হয়ে ১৩ জনের নামে এবং আরো অজ্ঞাত ৭-৮ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। রেজাউল করিম রেজা/এফএ/এবিএস