দেশজুড়ে

কেন্দুয়ায় ৫৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

নেত্রকোনার কেন্দুয়ায় তিন লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ভোরে  উপজেলার পৃথকস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার কান্দিউড়া ইউনিয়নের বাগপাড়া গ্রামের আসাদুল মিয়া (২৫) ও আব্দুল আলী (৫০)।এ ঘটনায় এসআই আবুল খায়ের বাদী হয়ে সোমবার ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২/৩ জনকে আসামি করে কেন্দুয়া থানায় পৃথক দুইটি মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে কেন্দুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব সঙ্গীয় ফোর্স নিয়ে রোববার রাত ১০টার দিকে উপজেলার কান্দিউড়া ইউনিয়নের বাগপাড়া গ্রামের আসাদুল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজা উদ্ধারসহ আসাদুল ও তার মামা আব্দুল আলীকে গ্রেফতার করে। পরে তাদের দেয়া তথ্যমতে সোমবার সকালে একই গ্রামের গাঁজা ব্যবসায়ী শহীদুল্লাহর বাড়িতে অভিযান পরিচালনা করে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় প্লাস্টিকের ড্রামের মধ্য থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করে। তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। মাদকমুক্ত কেন্দুয়া গড়তে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। কামাল হোসাইন/এআরএ/এবিএস