দেশজুড়ে

সাংবাদিক ও মুক্তিযোদ্ধা সুবোধ বিকাশ আর নেই

পার্বত্য চট্টগ্রামের অন্যতম প্রবীন সাংবাদিক, খাগড়াছড়ির রামগড় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা  সুবোধ বিকাশ ত্রিপুরা পরলোক গমন করেছেন।মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে রামগড় পৌরসভার ১নং ওয়ার্ডের সুকেন্দ্রাই পাড়ার নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, চার মেয়ে, নাতী-নাতনী ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যু সংবাদে রামগড় জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে, বীর মুক্তিযোদ্ধা সুবোধ বিকাশ ত্রিপুরার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজুরী চৌধুরী।এছাড়া রামগড় উপজেলা চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম ভুইয়া ফরহাদ, রামগড় পৌরসভার মেয়র মোহাম্মদ শাহজাহান রিপন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া ও সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. নুরুল আযমসহ বিভিন্ন প্রেস ক্লাবের নেতৃবৃন্দ তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।আজ বিকেল ৩টার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন নিহতের ভাগিনা দৈনিক ইনকিলাবের রামগড় উপজেলা সংবাদদাতা রতন বৈষ্ণব ত্রিপুরা।  মুজিবুর রহমান ভুইয়া/এফএ/পিআর