দেশজুড়ে

বাস-লেগুনা সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩

ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার ষোলঘড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার দেউল ভোগ গ্রামের সুকুমার মন্ডল (৫৫), তার স্ত্রী পারুল মন্ডল (৪৬) ও ব্যবসায়ী ফরহাদ হোসেন (২৮)।প্রত্যক্ষদর্শীরা জানায়, বেপরোয়া গতির একটি বাস নিমতলাগামী যাত্রীবাহী লেগুনাকে চাপা দিলে ঘটনাস্থলেই সুকুমার মন্ডল ও তার স্ত্রী পারুল মন্ডল নিহত হন। এ সময় ফরহাদ (২৮), আ: সাত্তার (৭০), সজিব (২০), সনজিদা (১০), আয়নাল (৩৩), পারভীন (৪০) আহত হন। তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।  পরবর্তীতে আশংকাজনক অবস্থায় ফরহাদ হোসেন ও আ: সাত্তারকে ঢাকায় পাঠানো হয়। ঢাকা নেওয়ার পথে কেটয়খালী গ্রামের লাইটিং ব্যবসায়ী ফরহাদ হোসেনের মৃত্যু হয়। মুন্সিগঞ্জের সহকারী পুলিশ সুপার (সার্কেল) সামসুজ্জামান বাবু জানান, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত ৩-৪ জন ঢাকা ও স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ভবতোষ চৌধুরী নুপুর/এএম/এবিএস