অপহরণ মামলায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান বড়ঋষি চাকমাসহ চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে রাঙামাটি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোকন উদ্দিন এ আদেশ দেন। আসামিরা হলেন, প্রভাত কুমার চাকমা, অজয় চাকমা ও ত্রিদিব চাকমা। তারা চারজনেই জেএসএস’র স্থানীয় নেতা বলে জানা গেছে। পুলিশ ও আদালত সূত্র জানায়, গত জুলাইয়ের প্রথম সপ্তাহে বাঘাইছড়ি হতে অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্ট মুকুল চাকমা অপহরণের শিকার হন। ওই ঘটনায় ৪ জুলাই বাঘাইছড়ি থানায় বাদী হয়ে একটি অপহরণ মামলা (নম্বর-১/তারিখ. ৪/৭/১৬) দায়ের করেন অপহৃত মুকুল চাকমার মেয়ে মনিষা চাকমা। মামলায় বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যানসহ ওই চারজনকে আসামি করা হয়। এতে মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে। পরে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন বিচারক। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সিআর পাল বলেন, আদালতে আত্মসমর্পণ করে আগাম জামিন চেয়ে আবেদনের জন্য হাজির হলে আসামিদের গ্রেফতার করে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক।সুশীল প্রসাদ চাকমা/এআরএ/এমএস